৬.৬৯ হাবশী কতৃক কাবাঘর ধ্বংস

 কাবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতর থাকবে।

আখেরী যামানায় কিয়ামতের পূর্বমুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মত কোন লোক থাকবেনা তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে। যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাশা থেকে যুল-সুওয়াইকাতাঈন নামক একজন লোক এসে কাবা ঘরকে ভেঙ্গে ফেলবে। কাবার ভিতরের গুপ্তধন বের করে নিবে এবং তাকে গেলাফ শুন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিবে। এরপর হজ্জ-ওমরা বন্ধ হয়ে যাবে। কারণ তারপর পৃথিবীতে কোন মুসলিম অবশিষ্ট থাকবেনা। *
-       أشراط الساعة للوابل ( ص ২৩১)
-       * অন্য হাদিস থেকে জানা যায় কাবা ঘর ধ্বংসের পরও কিছু দুর্বল ঈমানের লোক থাকবে।

নবী বলেনঃ যুল-সুওয়াইকাতাঈন নামক এক হাবশী লোক কাবা ঘর ধ্বংস করবে।
-       (মুসনাদে আহমাদ)

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রা:) সূত্রে নবী থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাবশার অধিবাসী সরু নলা বিশিষ্ট পায়ের লোকেরা কাবাঘর ধ্বংস করবে।
-       (সহীহ বুখারী ইঃ ফাঃ, ১৪৯৬)

আবূ বকর ইবনু আবু শাইবাহ ও ইবনু আবু উমর (রহঃ) ..... আবু হুরাইরাহ (রা:) থেকে বর্ণিত। নবী বলেনঃ আবিসিনিয়ার (হাবশা) এক লোক কাবা ঘরকে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করবে; তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে।
-       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭১৯৭-(৫৭/২৯০৯), ৭১৯৮ [ইঃ ফাঃ ৭০৪১, ৭০৪২; ইঃ সেঃ ৭০৯৭, ৭০৯৮])

কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্ (রা:) থেকে বর্ণিত। রসূলুল্লাহ বলেনঃ ছোট ছোট নলা বিশিষ্ট আবিসিনিয়ার (হাবশার) এক লোক আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করবে।
-       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭১৯৯ [ইঃ ফাঃ ৭০৪৩, ইঃ সেঃ ৭০৯৯]; আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৯১)

কাসিম ইব্‌ন আহমদ (রহঃ) .... আবদুল্লাহ ইবনু আমর (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী বলেছেন: তোমরা হাবশীদের এড়িয়ে চল যে পর্যন্ত তারা তোমাদের ওপর আক্রমণ না করে। কেননা (এমন এক সময় আসবে) ক্ষুদ্র পা-বিশিষ্ট এক হাবশী ব্যক্তিই কাবার নিচের লুকায়িত সম্পদ বের করবে।
-       (হাসান, সুনান আবূ দাউদ (তাহকিককৃত/ আলবানী একাঃ) ৪৩০৯ [ইঃ ফাঃ ৪২৫৮]; মিশকাত হাঃ একাঃ ৫৪২৯; সিলসিলাতুস সহীহাহ ৭৭২; সহীহুল জামি ৯০; মুসান্নাফ আবদুর রাযযাক ৯১৭৭; মুসনাদে বাযযার ২৩৫৫; মুসনাদে আহমাদ ২৩২০৩; আল মুসতাদরাক লিল হাকিম ৮৩৯৬; আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০৬৯; ইমাম হাকিম ও যাহাবী বলেনঃ সনদ সহীহ)

আবু সাঈদ খুদরি (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লাহর হজ্ব করা বন্ধ হবে।
-       (মাওকুফ, সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮২০)

সাঈদ ইবনুল মুসাইয়িব (রা:) থেকে বর্ণিত, তিনি আবু হুরাইরা (রা:) কে রসূল থেকে বর্ণনা করতে শুনেছেন যে, হাবশার জনৈক দুই গোছাওয়ালা ব্যক্তি কাবা ধ্বংস করবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৭৮; সহীহুল বুখারী ১৫১৪; সহীহুল মুসলিম ৫১৮১; সুনানে নাসাঈ ২৯০৪)

আলী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এই ঘরের বেশী বেশী তাওয়াফ কর। আমি কেমন যেন এমন একজন লোকের আশঙ্কা করছি, যিনি টেকো ও ছোট কান বিশিষ্ট, উভয় পায়ের শীর্ণ গোছা বিশিষ্ট। তার সঙ্গে থাকবে কোদাল। সে কাবা ঘরকে ধ্বংস করে দিবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৮০)

সাম্মাহ ইবনু ওহাব (রা:) বলেন, আমি আবু হুরাইরা (রা:) কে আবু কাতাদা (রা:) এর নিকট রসূল থেকে বর্ণনা করতে শুনেছি যে, রসূল বলেন, হাবশিরা বের হবে। অতঃপর তারা ঘরবাড়ি এমনভাবে ধ্বংস করবে যে, উক্ত ধ্বংসের পর আর কখনো সেখানে ঘরবাড়ি তৈরি করা হবে না (মক্কা নগরীতে)। আর তারা হলো ঐ সমস্ত লোক, যারা তার গুপ্তধন বের করে আনবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৮৮)

ইবনুল মুসাইয়িব (রা:) থেকে বর্ণিত, তিনি আবু হুরাইরা (রা:) কে বলতে শুনেছেন, রসূল বলেন, হাবশার খাটো গোড়ালিবিশিষ্ট লোক কাবা ঘরকে ধ্বংস করবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৮৯)

আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রসূল বলেন, কেমন যেন আমি কাবা ঘরের উপরে (কাবা ঘরের ধ্বংসকারীকে) টেকো, বাকা গ্রন্থিওয়ালা, অহংকারী এক ব্যক্তিকে দেখছি, সে কাবা ঘরকে বড় কুঠার দ্বারা আঘাত করছে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৯০)

আব্দুল্লাহ ইবনু আমর (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, কেমন যেন আমি এক হাবশি ব্যক্তিকে দেখছি, যার উভয় পায়ের গোছা উত্থিত, সে কাবা ঘরের উপর তার কুঠারসহ বসে আছে। আর সেই কাবা ঘর ধ্বংস করবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৮৯৩, ১৯০৬)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ