৬.৪২ ইমাম মাহমুদ (হাবীবুল্লাহ) এর খিলাফত গ্রহণ

 ইমাম মাহদী এর পর মাহমুদ এর দুই বছরের খিলাফত

...লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে, যে দুর্বল চিত্ত ও লেংড়া হবে। (তার শাসনকাল দীর্ঘ হবে না) ...(প্রয়োজনীয় অংশ)
-       (সহীহ, সুনান আবূ দাউদ (তাহকিককৃত/ আলবানী একাঃ) ৪২৪৩ [ইঃ ফাঃ ৪১৯৫]; মিশকাত হাঃ একাঃ ৫২৯৩; সিলসিলাতুস সহীহাহ ৯৭২; মুসনাদে আহমাদ ৬১৬৮)

হযরত আব্দুর রহমান ইবনে কাইস ইবনে জাবের আসসাদাফী (রহ:) থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ এরশাদ করেন, পৃথিবীর বেশ কয়েকজন প্রতাপশালী ক্ষমতা পরিচালনা করার পর আমার বংশের জনৈক ন্যায়পরায়ণ লোক (মাহদী) ক্ষমতা গ্রহণ করবেন। তিনি গোটা পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। অতঃপর কাহতান গোত্রের একলোক (মানসূর) ক্ষমতার মালিক হবেন। কসম সে সত্ত্বার যিনি আমাকে হক্ব নিয়ে প্রেরণ করেছেন, উক্ত কাহতানীর পূর্বের শাসক নিম্নমানের (অর্থাৎ দুর্বল চিত্ত) হবেন।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ২৮৬; মুজামুল কাবীর ১৮৪১১)

হযরত আব্দুর রহমান ইবনে কায়স ইবনে জাবের আস সাদাফী (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন, অতিসত্ত্বর আহলে বায়তের একজন লোক (মাহদী) খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, তিনি গোটা পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করে দিবেন, যা ইতিপূর্বে জুলুম-নির্যাতনে পরিপূর্ণ ছিল। এরপর জনৈক কাহতানী আমীর নিযুক্ত হবে, কসম সে সত্ত্বার যিনি আমাকে হক্ব সহকারে পাঠিয়েছেন, উক্ত কাহতানীর পূর্বের শাসক নিম্নমানের (অর্থাৎ দুর্বল বা দুর্বল চিত্ত) হয়ে থাকবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১১৪৬ [পথিক প্রকা: ১১৪৩; তাহকীক: সহীহ])

কাইস আস-সাদাফী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ এরশাদ করেছেন, মাহদির পর জনৈক কাহতানী এক লোক শাসক নিযুক্ত হবে। কসম সেই সত্ত্বার যিনি আমাকে হক্ব নিয়ে প্রেরণ করেছেন, উক্ত কাহতানীর পূর্বের শাসক নিম্নমানের (অর্থাৎ দুর্বল বা দুর্বল চিত্ত) হয়ে থাকবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১২২১ [পথিক প্রকা: ১২১৮; তাহকীক: যঈফ])

হযরত আরতাত (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম মাহদীর শাসনের পর দুই বছর মাহমুদ শাসন করবে। যে হবে খুব কঠোর, আর দুর্বলদের জন্য কোমল অন্তরের।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস, অধ্যায়ঃ যুদ্ধ-বিগ্রহ, ৭৭১)

হযরত আলী ইবনে আবু তালিব (রা:) কিয়ামত কিভাবে সংঘটিত হয়? যতক্ষণ না উমর (রা:) এর বংশের দুর্বল বালকের হাতে শাসন ক্ষমতা যায়।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৮১৩)

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) বলেন, রসূলে পাক বলেছেন, আমার জামানায় আমি মুনাফিকদের ঘৃণা করি কিন্তু হত্যা করি না। আর আমার জামানায় শেষের দিকে আমার বংশের ইমাম মাহদীর পর একজন ইমাম দুবছরের খেলাফত পাবে, যার খেলাফতের সময় মুনাফিকদের প্রকাশ্যে হত্যা করা হবে।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস, অধ্যায়ঃ মুনাফিকের শাস্তির বর্ণনা, ১২১০)

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, মাহদীর (ইমাম মুহাম্মাদ বা আল মাহদী) ইন্তেকালের পর এমন একলোক (ইমাম মাহমুদ) শাসনভার গ্রহণ করবেন যিনি ইয়ামানবাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করবেন। (প্রয়োজনীয় অংশ)
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১১৮৬ [পথিক প্রকা: ১১৮৩; তাহকীক: যঈফ])

৬.৪২.১ ইমাম মাহমুদ এর পরিচয় ও বৈশিষ্ট্য

এই ইমাম মাহমুদই হচ্ছেন সেই মাহমুদ হাবীবুল্লাহ যিনি হিন্দুস্তান থেকে প্রকাশ পাবেন এবং হিন্দের যুদ্ধে মুসলিম জামাতের নেতৃত্ব দিবেন। তার বিষয়ে ৪র্থ ও ৫ম অধ্যায়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। তার নাম, বংশ, আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশের স্থান, আত্মপ্রকাশের পর তার কার্যক্রম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মাহদীর খিলাফতের পর তিনি আমীরুল মুমিনীন হিসেবে দায়িত্ব পালন করবেন এ ব্যাপারে অনেক হাদিস এসেছে। এখানে তার ব্যাপারে আরো কিছু তুলে ধরা হলো।

ইমাম মাহমুদ বিন আব্দুল ক্বদীর আল কুরাইশী আল কাহতানী। তার উপনাম বা উপাধি নাম হবে হাবীবুল্লাহ। তিনি পিতার দিক দিয়ে কুরাইশী এবং মাতার দিক দিয়ে কাহতানী। পিতার দিক দিয়ে ওমর (রা:) এর বংশধর হবেন। হাদিসে উল্লেখকৃত ১২ জন কুরাইশী আমীর বা খলীফা আসবেন, তার মধ্যে অন্যতম তিনি।

তিনিও ইলহাম প্রাপ্ত হবেন

হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর আনসারী আল বদরী (রা:) বলেন, রসূলে পাক বলেছেন, পূর্ববর্তী যুগে আল্লাহ তা'আলা বনি ইসরাইলের নিকট বারো জন ইমাম পাঠিয়েছিলেন, আর তারা ছিল ওহী প্রাপ্ত। আর আমার উম্মতদের মধ্যেও বারো জন ইমাম থাকবে, যারা আল্লাহর নির্দেশনা পাবে।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৭৯৭)

হযরত আনাস (রা:) বলেন, আমি রসূল কে বলতে শুনেছি। আল্লাহর বন্ধুগণ আল্লাহর বাণী পান, আর আমার পরেও কিছু ব্যক্তি পাবে, আর তারা নবী না। আল্লাহর বন্ধু।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ১০৮৭)

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা:) বলেন, রসূল বলেছেন, আমার উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তারা ইলহাম পাবে। যেমন আমার জামানায় উমর (রা:) পেয়েছে। আমি বললাম, হে আল্লাহর রসূল ইলহাম কি? তিনি বললেন, গোপন ওহী বা বার্তা। যার মাধ্যমে আল্লাহ তাঁর প্রতিনিধিদের সাথে কথা বলবেন।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৭৯৬)

৬.৪২.২ মুনাফিকদের প্রকাশ্যে হত্যা

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) বলেন, রসূলে পাক বলেছেন, আমার জামানায় আমি মুনাফিকদের ঘৃণা করি কিন্তু হত্যা করি না। আর আমার জামানায় শেষের দিকে আমার বংশের ইমাম মাহদীর পর একজন ইমাম দুবছরের খেলাফত পাবে, যার খেলাফতের সময় মুনাফিকদের প্রকাশ্যে হত্যা করা হবে।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ১২১০)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ