৫.১ গাজওয়াতুল হিন্দের আমীর ও সেনাপতি কারা?

 আমরা গত পরিচ্ছেদগুলো এবং তাতে বর্ণিত হাদিসসমূহ থেকে জানতে পেরেছি যে হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্বদানকারী ব্যক্তিগণ কারা হবেন। আর তাদের নামও পেয়েছি বিভিন্ন হাদিসে। যেহেতু ভবিষ্যতে হিন্দ অঞ্চলে বড় বড় দুইটি যুদ্ধ সংঘটিত হবে, তাই আমাদের সামনেই যে হিন্দের যুদ্ধটি রয়েছে যা এই যুগেই ঘটতে যাচ্ছে, কিছু বছরের মধ্যেই, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য। তাই সেই হিন্দের যুদ্ধের নেতাদের নিয়েই এই পরিচ্ছেদে আলোচনা থাকবে। যেহেতু আমরা হিন্দের অধিবাসী, তাই এ বিষয়ে আমাদের অতি গুরুত্ব দেওয়াও আবশ্যক। হাদিসে এসেছে-

হযরত আবু বকর সিদ্দিক (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূল বলেছেন, শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু (সাহেবে কিরান) শামীম বারাহর প্রকাশ ঘটবে। আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে। আর তা যেন মাহদীর আগমনের (পূর্বে) সময়।
-       (আস সুনানু কিতাবুল ফিরদাউস ৮৭২; আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ, অধ্যায়ঃ শেষ জামানায় আত্মপ্রকাশকারী নেতা)

সাহল ইবনু সা'দ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রসূল বলেছেন, অচিরেই পূর্ব দিকে এক ফিতনার সৃষ্টি হবে (দ্বিতীয় কারবালা)। আর তা হবে মুশরিকদের দ্বারা। তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। আর তাদের সেনাপতি হবে ঐ সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সাহেবে কিরান! আর তাদের পরিচালনা করবে একজন ইমাম। যার নাম হবে মাহমুদ। অবশ্যই তারা মাহদীর আগমন বার্তা নিয়ে আসবে।
-       (তারিখুল বাগদাদ ১২২৯)

আবু হুরায়রা (রা:) বলেন, আমি রসূল কে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের উপরে খুবই অত্যাচার করবে। সে সময়ে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক। যার নাম হবে মাহমুদ, উপাধি নাম হবে হাবীবুল্লাহ। তিনি হিন্দুস্তান বিজয়ের পর কাবার দিকে ধাবিত হবে। আমি (আবু হুরায়রা) জিজ্ঞেস করলাম, "হে আল্লাহর রসূল , সে কাবার দিকে ধাবিত হবে কেন? সেই সময় কি বাইতুল্লাহ ইহুদী-খ্রিষ্টানদের দখলে থাকবে?" তিনি বলেন, না। বরং সে আল্লাহর খলীফা মাহদীর হাতে বাইয়াত নিতে আসবে।
-   (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ, অধ্যায়ঃ গাজওয়াতুল হিন্দ ২৩১; কিতাবুল আক্বিব ১২৫৬; ক্বাশ্ফুল কুফা ৭৩২; আল আরিফুল ফিল ফিতান ১৭০৩)

তাদের পরিচয়ই এই পয়েন্টে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ইলহামী ভবিষ্যৎবাণী কবিতা শাহ্‌ নিয়ামতুল্লাহ (রহঃ) এর কাসিদা এবং আশ-শাহ্‌রান এর আগামী কথন এবং হাদিসের কিতাব থেকে তাদের পরিচয় ও চেনার লক্ষণসমূহ এই পরিচ্ছেদে তুলে ধরা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ