৬.৫৫ দাজ্জাল এর বাহিনী

 আবু বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রা:) থেকে বর্ণিত। রসূলুল্লাহ বলেছেন, অতঃপর হাম্মাদ ইবনু সালামাহ অবিকল বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, দাজ্জাল এসে জুরুফ এর এক অনুর্বর জমিতে নামবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে। যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মহিলা তার কাছে চলে যাবে।      -       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭২৮১ [ইঃ ফাঃ ৭১২৪, ইঃ সেঃ ৭১৭৭])

আনাস ইবনু মালিক (রা:) থেকে বর্ণিত। রসূলুল্লাহ বলেনঃ আসবাহান [ইরানের একটি প্রসিদ্ধ শহর] এর সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে (তায়ালিসাহ) কালো চাদর থাকবে (অন্য বর্ণনায়- তাদের মাথা থাকবে চাদরে ঢাকা)।
-       (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭২৮২-(১২৪/২৯৪৪) [ইঃ ফাঃ ৭১২৫, ইঃ সেঃ ৭১৭৮]; মিশকাত হাঃ একাঃ ৫৪৭৮; রিয়াযুস স্বা-লিহীন তাঃ পাঃ ৫/১৮২১ [আন্তঃ ১৮১২]; মুসনাদে আহমাদ ১২৯৩১; সিলসিলাতুস্ সহীহাহ ৩০৮০; সহীহুল জামি ৮০১৬)

হযরত হুযাইফা (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন রসূল বলেন আল্লাহর শত্রু দাজ্জাল বাহির হবে। আর তার সাথে ইয়াহুদিদের একদল সৈন্য ও কয়েক শ্রেণী মানুষ থাকবে। দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। এবং এমন কিছু লোক থাকবে যাদেরকে দাজ্জাল হত্যা করবে ও জীবিত করবে। তার সাথে খাদ্যের পাহাড় ও পানির নদী থাকবে। আর আমি তোমাদের নিকট তার আকৃতি বর্ণনা করছি- সে বাহির হবে এক চক্ষু মিলানো অবস্থায়। তার কপালে কাফের লেখা থাকবে। প্রত্যেক ব্যক্তিই পড়তে পারবে চাই সে ভালভাবে পড়তে পারুক বা না পারুক। আর তার জান্নাত হল জাহান্নাম। আর তার জাহান্নাম হল জান্নাত। আর সে হল মসীহ কাযযাব বা মিথ্যাবদী। ইয়াহুদিদের দশ হাজার মহিলা তার অনুসরণ করবে। অতঃপর একব্যক্তিকে দয়া করা হবে, সে নির্বোধকে তার অনুসরণ করতে নিষেধ করবে। আর সেদিন কুরআন দ্বারা শক্তি তার উপর থাকবে। আর তার শান হল কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিক থেকে শয়তান প্রেরণ করবেন। তখন তারা তাকে বলবে তুমি যা চাও তাতে আমাদের সাহায্য কামনা কর। অতঃপর সে বলবে তোমরা যাও আর মানুষদের এখবর দাও যে, আমি তাদের রব। আর আমি তাদের নিকট আমার জান্নাত ও জাহান্নাম নিয়ে আসব। অতঃপর শয়তানগুলি ঐ খবর ছড়ানোর জন্য চলে যাবে এবং একশ এর বেশী শয়তান এক ব্যক্তির কাছে যাবে। অতঃপর উক্ত ব্যক্তির পিতা, সন্তান, বোন, মনিব, বন্ধুর আকৃতি ধারণ করবে। অতঃপর তারা তাকে বলবে হে অমুক আমাদেরকে চিনেছ? তখন উক্ত ব্যক্তি বলবে হ্যাঁ। ইনি আমার পিতা. ইনি আমার মাতা, ইনি আমার বোন, এবং ইনি আমার ভাই। অতঃপর লোকটি বলবে তোমাদের খবর কি? তখন তারা বলবে তুমি কেমন আছ? তোমার কি খরব আমাদের তা জানাও। তখন লোকটি বলবে আমরা খবর পেয়েছি যে, আল্লাহর শত্রু দাজ্জাল বাহির হয়েছে। তখন শয়তানগুলি তাকে বলবে খবরদার একথা বলোনা। কেননা, সে তোমাদের রব। সে তোমাদের মধ্যে ফায়সালা করতে চান। এটা তার জান্নাত, এটা জাহান্নাম যা তিনি সাথে করে নিয়ে এসেছেন। আর তার সাথে আছে নদী, খাবার। ফলে তার সাথে পূর্বের খাবারই থাকবে। তবে আল্লাহ তাআলা যা চান। তখন লোকটি বলবে তোমরা মিথ্যা কথা বলছ। তোমরা শয়তান ছাড়া আর কেউ নও। আর সে; সে তো মহামিথ্যাবাদী আর এখবর আমরা পেয়েছি। কেননা রসূল তোমাদের ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন। শুধু তাই নয় আমাদেরকে সতর্ক করেছেন এবং ভালভাবে খবর দিয়েছেন। সুতরাং তোমাদের জন্য কোন শুভ কামনা নেই। তোমরা হলে শয়তান। আর সে হল আল্লাহর শত্রু। আর আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম (আ.) কে পাঠাবেন এমনকি তিনি দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর শয়তানরা অপদস্থ হবে ও দ্রুত পালাবে। অতঃপর রসূল বলেন, আমি একথা তোমাদেরকে বলছি যাতে তোমরা উপলব্ধি ও ভালভাবে মন দিয়ে বুঝতে পার। আর একথাগুলো তোমরা তোমাদের পরবর্তী লোকদের নিকট বর্ণনা করবে। এভাবে একে অপরের কাছে বর্ণনা করবে। কেননা তার তথা দাজ্জালের ফিতনা হল সব থেকে বড় ফিতনা।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১৫১৮ [পথিক প্রকা: ১৫১৬; তাহকীক: যঈফ])

উবাইদ ইবনু উমাইর আল লাইসি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল বের হবে, তাকে এমন একদল মানুষ অনুসরণ করবে, যারা বলবে আমরা সাক্ষ্য দেই যে, সে (দাজ্জাল) কাফের। আর আমরা তাকে এই কারণে অনুসরণ করি, যেন আমরা তার খাদ্য থেকে খেতে পারি। আমরা (তার) গাছ থেকে উপকৃত হতে পারি। সুতরাং, যখন আল্লাহ তায়ালা গযব নাযিল করবেন, তখন তাদের সকলের উপর (দাজ্জাল ও তাকে কাফের স্বীকৃতি দানকারী দল) গযব নাযিল করবেন।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৫২৭; তাহকীক: মাকতু, সহীহ)

মুয়াম্মার রাহিমাহুল্লাহ বলেন, তার নিকট ইয়াহইয়া ইবনু আবু কাসির বর্ণনা করে বলেছেন, যারা দাজ্জালের অনুসরণ করবে তারা হলো ইস্পাহানের ইহুদি।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৫২৯; তাহকীক: মাকতু, মুয়াল্লাক)

আবু ওয়ায়েল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মাওয়ামেসের (বেশ্যা-বণিতাদের) জারজ সন্তান।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ, পথিক প্রকাঃ ১৫৩২; তাহকীক: সহীহ)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ