৬.২৩ সুফিয়ানীর দল

 সুফিয়ানীর নিজস্ব বাহিনী থাকবে। বিশ্বে যখন সুপার পাওয়ার বলতে কোন জাতি বা দেশ থাকবে না তখনই তার উত্থান হবে এবং সেই হবে তখন বিশ্বের সুপার পাওয়ার ও মাহদীর প্রধান শত্রু। হাদিসে এসেছে তার (সুফিয়ানী) সাথে যেই দলই লড়বে তারাই পরাজিত হবে। সর্বশেষ পূর্বদিকের খুরাসানী কালো পতাকাধারী বাহিনীদের সাথে যুদ্ধে পরাজিত হবে। এছাড়া সুফিয়ানীর বাহিনীকে গায়েবী ভাবেও ধ্বংস করা হবে যেমনটি হাদিসে পাওয়া যায়। সুফিয়ানীর বাহিনী সম্পর্কে এখানে কিছু আলোচনা করা হল।

সুফিয়ানী যে লোক শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে সে বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধর হবে। তার সহচরদের মধ্যেও "কালব্যিয়া" বা "কাল্ব গোত্রের লোক বেশি হবে। মানুষের রক্ত ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে। যে লোকই বিরোধিতা করবে, তাকেই হত্যা করা হবে। এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে। যখন হারাম শরীফে ইমাম মাহদীর আগমনের খবর প্রকাশ পাবে তখন এই শাসক ইমাম মাহদীর বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবে
-       (মাজাহিরে হক জাদিদ, খণ্ড ৫, পৃষ্ঠা ৪৩)

হযরত আলী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানী হবে, খালেদ ইবনে ইয়াযীদ ইবনে আবু সুফিয়ানের বংশধর। তিনি মাথার উপরিভাগে উচ্চতার অধিকারী হবেন, চেহারায় বষন্তের দাগ থাকবে এবং চোখে সাদা একটা দাগ হবে। দিমাশকের কাছে ওয়াদিউল ইয়াবিছ নামক এলাকা থেকে প্রকাশ পাবে। বের হওয়া কালীন তার সাথে সাতজন লোক থাকবে, তাদের একজনের কাছে চিহ্নিত ঝান্ডা থাকবে। সেটা দেখে লোকজন চিনতে পারবে এবং দীর্ঘ ত্রিশ মাইল পাড়ি দিয়ে তার প্রতি আসতে থাকবে। যে লোকই উক্ত ঝান্ডার অধিকারীদের মোকাবেলা করবে সেই পরাজিত হবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮১২)

আবু উমাইয়া আল-কালবী (রহ:) তার এমন এক শেখ থেকে বর্ণনা করেন যিনি জাহেলী যুগকে পেয়েছিলেন, তিনি এরশাদ করেন, সুফিয়ানী মূলতঃ শামদেশের পশ্চিম দিকের আন্দারা নামক একটি গ্রাম থেকে সাতজন লোক সহকারে প্রকাশ পাবে।
-       (যঈফ জিদ্দান, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮০২)

হযরত জামরা (রহ:) থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানী হচ্ছে, একজন ফর্সা রংয়ের অধিকারী, কোকড়ানো চুল বিশিষ্ট একজন লোক। এ জগতে কেউ তার সম্পদ গ্রহণ করলে কিয়ামতের দিন সেটা গ্রহণকারীর পেটে আগুনে সেক দেয়ার মাধ্যম হবে।
-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮১৪)

বিশিষ্ট সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন, উক্ত দ্বীন সর্বদা ইনসাফের উপর অটল ও স্থীর থাকবে। এক পর্যায়ে উমাইয়া বংশের একজন লোক তার উপর কঠিন ভাবে আঘাত করবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮১৭)

হযরত মুহাম্মদ ইবনে আলী (রহ:) বলেন আমার কাছে পৌছেছে, রসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন, আবু সুফিয়ানের বংশের এক লোক ইসলামের উপর এমন ভাবে আঘাত করবে, যার ক্ষতি পূরণ করা কখনো আর সম্ভব হবেনা।

-       (যঈফ জিদ্দান, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮১৮)

হযরত কা’ব (রহ:) থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানীর নাম হচ্ছে আব্দুল্লাহ।

-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮২০)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ