৬.২১ তিন প্রকারের পতাকাবাহী দলের আত্মপ্রকাশ

 তিনটি দল বের হবে তিন ধরণের পতাকা নিয়ে। আর তার মধ্যে সুফিয়ানী অন্যতম। এই সুফিয়ানীই হচ্ছে ইমাম মাহদীকে মারতে সৈন্যবাহিনী প্রেরণকারী। সে সব দলের উপর বিজয় অর্জন করে বিশ্বে নতুন সুপার পাওয়ার হবে। শেষ পর্যায়ে কালো পতাকাবাহীদের সাথে সুফিয়ানীর দল পরাজয় বরণ করবে এবং মাহদীর পিছে সুফিয়ানী যে বাহিনী প্রেরণ করবে তা ধ্বসে যাবে। এভাবেই সুফিয়ানীর ক্ষমতা শেষ হয়ে যাবে।

হযরত আলী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কালো ঝান্ডা বাহীরা পরস্পর মতানৈক্যে লিপ্ত হবে তখন আরম জনপদের একাংশ ধ্বসে পড়বে এবং তার পশ্চিম পার্শ্বের মসজিদের এক পাশ ধ্বংস হয়ে যাবে। অতঃপর শাম দেশ থেকে তিন প্রকারের ঝান্ডা আত্নপ্রকাশ করবে। আসহাব, আবকা এবং সুফিয়ানীর ঝান্ডা। সুফিয়ানী বের হবে শাম দেশ থেকে, এক পর্যায়ে সুফিয়ানী সব দলের উপর জয়লাভ করবে।
-   (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৪১)

তিনি বলেন, তিনজন লোক প্রকাশ পাবে, প্রত্যেকে রাজত্বের দাবি করবে। একজন আবকা দ্বিতীয়জন আসহাব, অন্য আরেকজন হচ্ছে আবু সুফিয়ানের পরিবার থেকে। যে সাথে কুকুর নিয়ে বের হবে এবং দামেশকের লোকজনকে বন্দি করে রাখবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৪৪)

হযরত আলী (রা:) থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, শাম দেশে তিন ঝান্ডা বিশিষ্ট তিনজন লোক আত্নপ্রকাশ করবে, একজন আসহাব, দ্বিতীয়জন আবকা এবং তৃতীয়জন হবে, সুফিয়ানী। সুফিয়ানী বের হবে শাম দেশ থেকে, আবকা বের হবে মিশর থেকে। তবে সুফিয়ানী তাদের উপর জয়লাভ করবে।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৪৫)

হযরত মুহাম্মদ ইবনুল হানাফিয়া (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তাদের মাঝে মতানৈক্য দেখা দিবে তখন শাম দেশে তিন ধরনের ঝান্ডা প্রকাশ পাবে। তার একটি হচ্ছে, আবকা জাতির ঝান্ডা।
-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৩৫)

হযরত আরতাত (রহ:) থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, যখন তুর্কী, রোম এবং খাসাফ জাতি দিমাশকের এক প্রান্তরে জমায়েত হবে এবং দিমাশকের মসজিদের পশ্চিম প্রান্তে আরেকদল ভুপাতিত হবে তখনই শাম দেশে আবকা, আসহাব এবং সুফিয়ানীদের তিনটি ঝান্ডা প্রকাশ পাবে। দিমাশক এলাকাকে জনৈক লোক অবরুদ্ধ করে রাখবে। এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে হত্যা করা হলে বনু সুফিয়ান থেকে আরো দুইজন লোকের আত্মপ্রকাশ হবে। তখন যেন দ্বিতীয় বিজয় পাওয়া গেল। অতঃপর যখন আরকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে তখনই সুফিয়ানী তার সৈন্যদের সাহায্যে তাদের সামনে আত্নপ্রকাশ করবে। রোম এবং তুর্কীরা মিলে কারকায়সিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গোশত দ্বারা জঙ্গলে বাঘ-ভল্লুকরা তৃপ্ত হবে।

-       (সহীহ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৮৩৩)

হযরত কা’ব থেকে বর্ণিত, তিনি বলেন, তিন ধরনের ফিতনা প্রকাশ পাবে, যেমন অনেক ক্ষেত্রে পথচারীকে আটকানো হয়। কিছু ফিতনা প্রকাশিত হবে শাম দেশে, অতঃপর পূর্বদিকে এত মারাত্মক ফিতনা দেখা দিবে, যদ্বারা বড় বড় রাজা বাদশাহগণ সর্ষেফুল দেখতে থাকবে। এরপর সাথে সাথে প্রকাশ পাবে পশ্চিমা ফিতনা। অতঃপর হলুদ রংয়ের পতাকা বিশিষ্ট কিছু লোকের আবির্ভাব ঘটবে। বর্ণনাকারীর বক্তব্য হচ্ছে, পশ্চিমা ফিতনা হচ্ছে, মূলতঃ অন্ধ ফিতনা। *

-       (যঈফ, আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ৯৭)

-       * এটা ধারণা করা যায় যে, পূর্বদিকেরটি হিন্দে মুশরিকদের ফিতনা আর পশ্চিমে ৩য় বিশ্বযুদ্ধ। এরপর তিনটি ঝাণ্ডা প্রকাশ পাবে যার মধ্যে একটি ঝাণ্ডাবাহী দলের নিশানই হচ্ছে হলুদ রঙয়ের পতাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ