৬.৪৭ ইমাম মানসূরকে অস্ত্র দ্বারা হত্যা ও তার বিশ বছরের খিলাফত শেষ

 হযরত আরতাত (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মাহদীর মৃত্যুবরণ করার পর কাহতান গোত্রের উভয় কান ছিদ্রবিশিষ্ট একজন লোক (মানসূর) শাসন ক্ষমতা গ্রহণ করবে। তার চরিত্র হবে হুবহু মাহদীর মত। তিনি দীর্ঘ ২০ বছর পর্যন্ত শাসক হিসেবে থাকার পর, তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা হবে। এরপর রসূলুল্লাহ এর বংশধর থেকে জনৈক লোকের (জাহজাহ) আত্মপ্রকাশ হবে। যিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। তার হাতে কায়সার সম্রাটের শহর (ইউরোপ) বিজয় হবে। তিনিই হবেন, রসূলুল্লাহ এর উম্মতের মধ্যে সর্বশেষ খলীফা বা বাদশাহ। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং সায়্যিদুনা হযরত ঈসা (আঃ) আসমান থেকে অবতরণ করবেন।      -       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১২৩৪ [পথিক প্রকা: ১২৩০, তাহকীক: সহীহ])

হযরত আরতাত (রা:) বলেন, রসূল বলেছেন, ইমাম মাহদীর মৃত্যুর পর কাহতান গোত্রের মানসূর নামক লাঠি ওয়ালা ব্যক্তি বিশ বছর শাসন না করা ব্যতীত কেয়ামত সংঘটিত হবে না।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ৮১৪)

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাছ (রা:) থেকে বর্ণিত, একদা তার নিকট বারোজন খলীফা এবং আমীরের আলোচনা করা হলে তিনি এরশাদ করেন, আল্লাহর কসম! উক্ত রক্তপাতের পর (মানসূর কাহতানীকে হত্যা), মাহদী (চতুর্থ খলিফা জাহজাহ) সিংহাসনে বসবে। এক পর্যায়ে তারা হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) এর সাথে মিলিত হবে।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১২৮২ [পথিক প্রকা: ১২৮০; তাহকীক: সহীহ])

হযরত কাব (রহ:) থেকে বর্ণিত তিনি বলেন (কাহতানী) হেদায়েতপ্রাপ্ত খলীফা মানসূর মৃত্যুবরণ করার পর আসমান জমিনের অধিবাসী এবং আসমানের পশু পাখি তার জানাযায় শরীক হবে এবং দোয়া করবে। তিনি রোম বাসিদের বিরুদ্ধে দীর্ঘ বিশ বছর পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং ভয়াবহ এক যুদ্ধে শাহাদাতবরণ করবেন। ঐ যুদ্ধে তিনি এবং তার সাথে থাকা আরো দুই হাজারের মত সৈনিক শাহাদাতবরণ করবেন। তাদের প্রত্যেকে আমীর এবং ঝান্ডাবাহী। রসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয়ার পর মুসলমানরা এত মারাত্মক আর কোন মুসিবতের সম্মুখীন হয়নি।
-       (আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ ১২৯৯ [পথিক প্রকা: ১২৯৭; তাহকীক: যঈফ])


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ