৪.২ গাজওয়াতুল হিন্দ আগে হয়েছে কী?

 হিন্দুস্তানে আজকে যে মুসলিমরা বসবাস করে এবং তার অনুপাত সব ধর্মের উপর দ্বিতীয়তে। এর পিছনে মূল অবদানই হচ্ছে বিগত যুগে হয়ে আসা হিন্দের জিহাদ অর্থাৎ হিন্দের যুদ্ধ। হিন্দ অঞ্চলে মুসলিমরা আগেও জিহাদ করেছে। কিন্তু সামনে আবার হবে। হাদিস থেকে পাওয়া যায়, কেয়ামতের আগে এখনও দুইবার হিন্দ অঞ্চলে মুসলিমদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে।

উদাহরণ হিসেবে দেওয়া যায়, বাইতুল মুকাদ্দাস উমর (রা:) এর যুগে বিজয় হয়েছিল। এরপর পরবর্তীতে আবার খ্রিষ্টানদের হাতে চলে যায়, এরপর আবার মুসলিমরা বিজয় করে, এরপর আবার ইহুদীদের কাছে চলে যায় যা বর্তমান অবস্থায় এখনও বিদ্যমান। হাদিসে এসেছে আবার বিজয় হবে বাইতুল মুকাদ্দাস, সেখানে ইহুদীদেরকে আবার উৎখাত করা হবে ও মাহদী সেখানে নিরাপদে ভ্রমণ করতে পারবে বলে হাদিসে রেওয়ায়েত পাওয়া যায়। এখন কেউ যদি বলে বাইতুল মুকাদ্দাস বিজয় আগেই হয়েছিল আর হবে না, এই কথা যেমন গ্রহণযোগ্য নয় তেমনই হিন্দুস্তানে যুদ্ধ আগেই হয়েছে, আর হবে না বলা একই বিষয়। এই বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে-

হযরত বিলাল ইবনে বারাহ (রা:) বলেন, রসূল ﷺ বলেছেনঃ হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে। আবার তা মুশরিকরা দখল করবে এবং তারাই সেখানে তাদের সকল হুকুম প্রতিষ্ঠা করবে। আবার তা মুসলমানরা বিজয় করবে যাদের নেতা হবে মাহমুদ এবং সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে। আর তা ঈসা ইবনে মারিয়াম (আ.) পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু লা'নত ইহুদিদের প্রতি। একথা বলে তিনি (রসূল ) রাগন্নিত হয়ে গেলেন। তার চেহাড়ায় রক্তিম চিহ্ন প্রকাশ পেল। সাহাবীগণ তাদের কন্ঠ নিচু করে বললেন, হে আল্লাহর রসূল সেখানে ইহুদিদের কর্ম কী? তিনি বললেন, অভিশপ্ত জাতিরা মাহমুদের এক জন প্রতিনিধির সঙ্গে চুক্তি ভঙ্গ করবে এবং সেখানকার একটি অঞ্চল তাদের দখলে নেবে। সাহাবীগণ বললেন, তখন কী তারা (মুসলমানরা) অভিশপ্ত জাতিদের মোকাবেলা করবে না? তিনি বললেন, হ্যাঁ, করবে। আর তাদের সাহায্য করবে বায়তুল মুকাদ্দাসের (জেরুজালেমের) একজন বাদশা।
-       (আস-সুনানু কিতাবুল ফিরদাউস ১৭০৮; কিতাবুল আক্বিব ১৩৮)

এই একটি হাদিস থেকেই বুঝা যায় যে, হিন্দুস্তানে ভবিষ্যতে আবারো জিহাদ হবে। তাই আগে যে সকল জিহাদ বা যুদ্ধ হয়েছে হিন্দুস্তানে মুসলিমদের মাধ্যমে সেগুলোও হিন্দের যুদ্ধই। কিন্তু তাতে পুরোপুরি সব অঞ্চল বিজয় হয়নি। কিন্তু সামনে পুরো হিন্দ অঞ্চল মুসলিমদের দখলে আসবে। অর্থাৎ হিন্দের চূড়ান্ত যুদ্ধ সামনেই রয়েছে। আর আমাদের জামানাতেই সংঘটিত হতে যাচ্ছে ইংশাআল্লাহ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ