৬.২৭ ইহুদী-খ্রিষ্টানদের সাথে যুদ্ধ

 বর্তমানে দেখা যায় যে ফিলিস্তিনে ইসরায়েল নামক আরেকটি দেশ তৈরি করেছে ইহুদীরা। বাইতুল মুকাদ্দাস ইহুদীদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই খ্রিষ্টানদের জন্য। আর এই সময়ে সব ইহুদীরা ইসরায়েলে একত্রিত হচ্ছে। অর্থাৎ সেখানে ছাড়া অন্য সব জায়গাতেই ইহুদীরা বিচ্ছিন্নভাবে আছে যার সংখ্যা হাতে গোনা। আর বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেলে এখন দেখা যায় সেখানে ইস্রায়েলি ইহুদীদের সাথে যুদ্ধ না করে সম্ভব না। আর এভাবেই সেখানে মুসলিমদের সাথে যুদ্ধ ইহুদীদের যার বর্ণনা হাদিসে এসেছে। হাদিসগুলো দেওয়া হলো-

হযরত আবু যার রাঃবলেন, আমি রসূল ﷺ কে বলতে শুনেছি ইহুদী-খ্রিষ্টানদের সাথে মুসলমানদের দুটি বড় যুদ্ধ হবে। প্রথম যুদ্ধে পূর্ব ও পশ্চিম থেকে দুটি বালক নেতৃত্ব দিবে, যাদের নাম হবে শুয়াইব আর শামীম বারাহ। এবং দ্বিতীয় যুদ্ধে নেতৃত্ব দিবে মরিয়ম পুত্র ঈসা (আ.), আর দুটি যুদ্ধেই আল্লাহ তাদের পাথর ও গাছ দিয়ে সাহায্য করবে।

-   (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ১৪১)

গাছ ও পাথরের জবান খুলে দেওয়া হবে

হযরত আলী (রা:) বলেন, রসূল বলেছেন, ইহুদী-খ্রিষ্টানদের সাথে মুসলমানদের দুইটি বড় যুদ্ধ হবে। আর দুটিতেই মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহ তাআলা গাছ ও পাথরের জবান খুলে দেবেন। তার একটি হবে মরিয়ম পুত্র ঈসা (আ.) এর সময়। আর প্রথমটি মাহদীর আগমনের কিছু পূর্বে।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ১৪৭)

হযরত জাহশ (রা:) বলেন, আমি রসূল কে বলতে শুনেছি অবশ্যই কিয়ামতের পূর্বে ইহুদী খ্রিষ্টানরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তখন "শুয়াইব" আর "শামীম বারাহ" তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর সেই যুদ্ধে গাছ আর পাথর তাদের সাহায্যের উছিলা হবে। আর এটা মুমিনদের জন্য আল্লাহর নিদর্শন।
-       (আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ ১৫৮)

ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোন ইয়াহুদী পাথরের আড়ালে আত্মগোপন করে থাকলে, পাথর বলবে হে মুসলিম, আমার পেছনে ইয়াহুদী রয়েছে, তাকে হত্যা কর
-       (সহীহ, সহীহুল বুখারী তাঃ পাঃ ২৭২৫ [ইসঃ ফাঃ ২৭২৫])

আবূ হুরাইরাহ্ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহূদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোন ইয়াহূদী পাথরের আড়ালে লুকিয়ে থাকলে, পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে ইয়াহূদী আছে, তাকে হত্যা কর।
-       (সহীহ, সহীহুল বুখারী তাঃ পাঃ ২৯২৬ [আঃ প্রঃ ২৭১১; ইসঃ ফাঃ ২৭২২]; সহীহুল মুসলিম ৫২/১৮ হাঃ ২৯২২/৭৫২৩)

আবূ হুরাইরা (রা:) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে হে মুসলিম! আমার পিছনে ইহুদী রয়েছে। এসো, ওকে হত্যা কর। কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।
-       (সহীহ, রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন) ১৩/১৮২৯ [আন্তঃ ১৮২০]; সহীহুল বুখারী ২৯২৬; সহীহুল মুসলিম ১৫৭, ২৯২২ (৭৫২৩); মুসনাদে আহমাদ ৮৯২১, ১০৪৭৬, ২০৫০২, ২৭৫০২; আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, ইমাম আদদানী, হাঃ ৪৪৯; তারিখে বাগদাদ, খতীব ৮/১১৪)
-       একই রকম- (সহীহ, সহীহুল মুসলিম হাঃ একাঃ ৭২২৯-(৮২/২৯২২) [ইঃ ফাঃ ৭০৭৫, ইঃ সেঃ ৭১২৯])

আবদুল্লাহ ইবনু উমার (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রসূল -কে বলতে শুনেছি, ইয়াহুদীরা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তখন জয়লাভ করবে তোমরাই (তোমরা তাদের উপর জয়ী হবে)। স্বয়ং পাথরই বলবে, হে মুসলিম, এই তো ইয়াহুদী আমার পিছনে, একে হত্যা কর।
-       (সহীহ, আল-লুলু ওয়াল মারজান ১৮৪৯; সহীহুল বুখারী, পর্ব ৬১ : মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৫৯৩; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধায় ১৮, হাঃ ২৯২১ [ইঃ ফাঃ ৭০৭১, ৭০৭৪; ইঃ সেঃ ৭১২৫, ৭১২৮])

আবু বসীর বলেছেন: নিম্নোক্ত এ আয়াত প্রসঙ্গে হযরত সাদিক (রহ)-এর কাছে প্রশ্ন করলাম: তিনিই সেই আল্লাহ যিনি রসূলকে সত্য ধর্মসহ মানব জাতিকে হিদায়াত করার জন্য প্রেরণ করেছেন যাতে তিনি ইসলাম ধর্মকে সব ধর্মের ওপর জয়যুক্ত করেন যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি বললেন: মহান আল্লাহর শপথ, এ আয়াতের ব্যাখ্যা এখনো বাস্তবায়িত হয় নি। আমি জিজ্ঞাসা করলাম: আপনার জন্য আমার প্রাণ উৎসর্গীকৃত হোক। এটি কখন বাস্তবায়িত হবে? তিনি বললেন: যখন মহান আল্লাহর ইচ্ছায় মাহদী আবির্ভূত হবে ও সংগ্রাম করবে। যখন সে আবির্ভূত হবে তখন কাফির ও মুশরিকরা তার আবির্ভাব, আন্দোলন ও সংগ্রামের ব্যাপারে অসন্তুষ্ট ও দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়বে; কারণ, কোন পাথরের পিছনে যদি কোন কাফির বা মুশরিক লুকায় তাহলে ঐ পাথর সবাক (কণ্ঠে দিয়ে) হয়ে বলবে: হে মুসলমান! আমার আশ্রয়ে কাফির বা মুশরিক লুটিয়ে আছে; তাকে হত্যা কর। আর সেও তখন তাকে হত্যা করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।
-       (বাহরানী প্রণীত আল মাহাজ্জাহ, পৃ. ৮৬)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ