দ্বিতীয় অধ্যায়

(ভবিষ্যতে ঘটিতব্য বিষয় নিয়ে

ইলহামী ভবিষ্যৎবাণী ও ব্যাখ্যা)

এই অধ্যায়ে আমরা দুইটি ইলহামী ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করা হবে যাতে হিন্দুস্তানের বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে সাথে আগামীতে কি হবে সেই বিষয়ে। এগুলো কট্টর দলিল হিসেবে না নিয়ে আমরা একে একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করতে পারি। একটি শাহ্‌ নিয়ামাতুল্লাহ (রহঃ) এর কাসিদা বা কাসিদায়ে সউগাত এবং আরেকটি আশ-শাহ্‌রান এর আগামী কথন। এখানে যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া, বিশেষ জ্ঞানে পাওয়া, তার আগে প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে কি কাউকে বিশেষ জ্ঞান দেওয়া হয় কিনা, ভবিষ্যতের কোন বিষয় কি আল্লাহ মানুষকে জানান কিনা বা কতটুকুই বা জানাতে পারেন, কতটুকুই বা তা গ্রহণ করা যেতে পারে ইত্যাদি কিছু প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মাঝে সেইগুলোর উত্তর ও ব্যাখ্যা দিয়ে এই অধ্যায় শুরু করা হলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ