৩.৪ বাস্তবের সাথে মিল থাকলে কেন তা গ্রহণযোগ্য নয়?

গায়েবের বিষয় ছাড়া অন্য সকল বিষয়ই আমাদের শেষ নবী ও রসূল তার সাহাবীদেরকে উল্লেখ করে গিয়েছেন। এমনকি তিনি এমন কিছুই বাদ রাখেননি যা আগামীতে হবে কিন্তু বর্ণনা করেননি। অনেক দুর্বল পর্যায়ের হাদিস আজকের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। এ থেকে সহজেই ধারনা করতে পারি যে, অন্যান্য হাদিসের কথারও বাস্তবায়ন আমরা শীঘ্রই দেখতে পারবো। কিন্তু আজকে অনেক আলেমগণ এই বিষয়কে তেমন গুরুত্বই দেন না। কারণ এইসকল বিষয় জনসম্মুখে বলাকে তারা ভয় করে। তারা উম্মাহকে এইসকল বিষয় জানিয়ে অবগত করে না বরং উল্টা অপব্যাখ্যা করে ফিতনা তৈরি করছে। তারা স্রোতের সাথে তাল মিলিয়ে চলে যেমনটি হাদিসে বলেছে আখিরাতের বিনিময়ে দুনিয়া উপার্জন করবে। সাধারন বিষয় থেকেই বুঝা যায় আগামীতে কি হতে পারে। যেমন মহামারী, এরপর খাদ্যাভাব দেখা দিবে। এর ফলে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষের ফলে তখন বিশৃঙ্খলা ও যুদ্ধ-বিগ্রহ দেখা দেয়। আর হাদিসে এই সকল বিষয় উল্লেখ রয়েছে যা বর্তমান জামানায় আমরা দেখতে পারছি। তাই যখন আমরা হাদিসের ভাষায় বুঝতে পারি বাস্তবতা সেই দিকেই যাচ্ছে তাহলে আমাদের সেই অনুযায়ী করনীয় কি তার দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে। কারণ ফিতনার জামানায় করনীয় সম্পর্কেও হাদিসে বলা হয়েছে, যা এই বইতে আগেই উল্লেখ করা হয়েছে। তাই আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ